Sunday, December 16, 2012

একটি ভেরীফাইড পেপ্যাল একাউন্ট- কারোর কি লাগবে ?

বাংলাদেশে অনলাইনে যারা কাজ করেন তারা আসলেই জানেন একটি ভেরীফাই পেপ্যাল কতটা জরুরী। আমি আজ সহজে কিভাবে একটি ভেরীফাইড পেপ্যাল আইডি পেতে পারেন সে ধরেনের একটি ট্রিকস সম্পর্কেই  আমার এই পোস্টে বলব। তো আসুন শুরু করা যাক। (বোঝা না গেলে বড় করে দেখতে ছবির উপরে ক্লিক করুন।)
প্রথমেই এই লিংকে গিয়ে ছবির দেখানো অংশে ক্লিক করে একটি একাউন্ট ওপেন করুন


একাউন্টের ধরনে Individual account সিলেক্ট করুন।
এরপর I am new… সিলেক্ট করুন।
এরপর ফেক নেম জেনারেটরের সাহায্যে অথবা নিজে নিজেই কোন ইউএস নাম দিন। সাথে ইউএস কোন ঠিকানা সার্চ করে দিয়ে দিন, কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ঠিকানা দিতে পারেন।


এরপর আপনার পেশা সম্পর্কিত তথ্য দিন। সাধারন টাইপের দিলেই হবে। আর পরের প্রশ্নগুলোর উত্তর no সিলেক্ট করে দিন।
ইনভেস্টমেন্ট প্রোফাইলে সর্বনিম্নটাই সিলেক্ট করুন।
এরপরের পেজে ডিফল্ট সেটিংস রেখেই কন্টিনিউ করুন।
এইপেজেও ডিফল্ট সেটিংস রাকতে পারেন।
এগ্রিমেন্টে তো সম্মত হতেই হবে।
এবার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিন।
এবার লগআউট হয়ে লগইন করুন, দেখানো নাম্বারটাই আপনার একাউন্ট নাম্বার। এটি সংগ্রহ করুন।
এবার একটি পেপ্যাল একাউন্ট খুলে তাতে ভেরীফাই এ ক্লিক করুন এবং  ব্যাংক ভেরীফাই অপশনটি বেছে নিন। রাউটিং নাম্বারের ঘরে ২৫৬০৭২৬৯১ দিন আর একাউন্ট নাম্বারের ঘরে সংগৃহীত একাউন্ট নাম্বারটি দিয়ে কন্টিনিউ করুন।
ইনস্ট্যান্ট ভেরীফিকেশন অপশনটি বেছে নিন, আর সেখানে আপনার ইট্রেড এর একাউন্ট আইডি আর পাসওয়ার্ড দিয়ে Confirm Instantly এ ক্লিক করুন।
কন্টিনিউ করুন।
একটি ভেরীফাইড পেপ্যাল একাউন্ট পেয়ে গেলেন দয়া করে লাইক কমেন্ত করতে ভুলবেন না।
আজকের মত বিদায় মাথা ধরছে ভাই।।আমার ফেসবুক পেজ লাইক প্লিজ।

2 comments:

  1. what a post.i am so glad to see this post.really nice.

    ReplyDelete
  2. onek valo laglo

    apnar ekhan theke ami kisu niyesi

    http://engineers-bd.blogspot.com/

    Make Online Money
    www.earninfinity.com

    ReplyDelete